ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫

না’গঞ্জের শীর্ষ ঋণখেলাপি সুরুজ মিয়াকে গ্রেপ্তারের দাবি ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৪১, ২৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা, শীর্ষ ঋণখেলাপি ও সন্ত্রাসী সুরুজ মিয়াকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। 

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ৬৩/১ নির্মাণ সামাদ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান অলিদ বিন সিদ্দিক তালুকদার।

তিনি বলেন, “সুরুজ মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান থাকা সত্ত্বেও তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের নীরবতা এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই তাকে বেপরোয়া করে তুলেছে।”

অলিদ আরও বলেন, “নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সুরুজ মিয়া চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও হত্যাসহ নানা অপরাধে জড়িত। বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় কেলেঙ্কারির একটি হলো তার নেতৃত্বে ৮৮ কোটি টাকার ঋণ জালিয়াতি, যেখানে ৪৮ কোটি টাকার সুদ অবৈধভাবে মওকুফের চেষ্টা করা হয়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইকরাম মাহমুদ, প্রচার সম্পাদক সুহিল ইরফান কৌশিক, দিলীপ কুমার, জাহাঙ্গীর আলম ও সোহেল আহমেদ।

আয়োজকেরা বলেন, সুরুজ মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে জাতীয় প্রেসক্লাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটি পাঁচ দফা দাবি তুলে ধরে। এগুলো হলো, সুরুজ মিয়ার গ্রেফতার, চলমান মামলাগুলোর দ্রুত বিচার, ব্যাংক জালিয়াতির পূর্ণ তদন্ত, জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকার বিচার ও নারায়ণগঞ্জে শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি