ফরিদপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রকাশিত : ২১:৫২, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫৫, ২৬ অক্টোবর ২০২৫
ফরিদপুরের মধুখালীতে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে প্রধান আসামি সৌরভ কুমার দাসকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৬ অক্টোবর) সকালে র্যাব-৬ এর সহযোগিতায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঐদিন বিকেলে র্যাবের ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ক্যাম্পটির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।
র্যাব জানায়, ফরিদপুর জেলার মধুখালী থানার পশ্চিম গাড়াখোলা এলাকায় গত ২০ অক্টোবর ভোরে সৌরভ কুমার দাস নিজের স্ত্রী ঝরনা ওরফে বন্যাকে (২১) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। নিহত ঝরনা ওরফে বন্যার মা শেফালি রানী সকালে কাজ থেকে বাড়ি ফিরে মেয়েকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের কাছে আবেদন করা হয়। এরপর র্যাব-১০ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে সৌরভ কুমার দাসকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যে হত্যার মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতার সৌরভ কুমার দাস ফরিদপুরের কোতয়ালী থানার বঙ্গেশ্বরদী এলাকার শ্রী বাসুদেব দাসের ছেলে। বিয়ের চার বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে চলমান দাম্পত্য কলহ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।
এমআর//
আরও পড়ুন










