ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নাটোরে অস্তিত্ব সংকটে ঐতিহ্যের শাঁখাশিল্প (ভিডিও)

প্রকাশিত : ১২:৫১, ১৭ জুন ২০১৯

নাটোরের বাগাতিপাড়ার জামনগর শাঁখারিপাড়ার শাঁখার কদর ও চাহিদা রয়েছে সারাদেশে। এখানকার একশ পরিবার শাঁখাশিল্পে জড়িত। উপকরণ ্ও পুঁজি সংকটে অস্তিত্ব সঙকটে পড়েছে বিরল এ শিল্প। ‘শাঁখাশিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা চেয়েছেন কারিগর ও শিল্পীরা।

জামনগর শাঁখারিপাড়ায় ঢুকলেই দেখা যায় নিবিষ্ট মনে কাজকরা শিল্পীদের। শাঁখা তৈরিতে লাগে সামুদ্রিক শামুক বা শঙ্খ। শঙ্খ কেটে, ঘষে-মেজে সনাতনী নারীর অলঙ্কার তৈরির এ পেশা তারা পেয়েছেন পূর্বপুরুষের কাছ থেকে।

একটা সময় খুলনা ও বাগেরহাট থেকে শামুক কিনতেন শাঁখারিরা। এখন শ্রীলংকা বা ভারত থেকে আমদানি করতে হয়। আমদানি করায় শামুকের দাম পড়ে বেশি। শাঁখা তৈরির অন্য উপাদান কিছু রাসায়নিক দ্রব্য। এগুলোও চড়া দামে কিনতে হয়।

একদিনে একজন শ্রমিক সর্বোচ্চ পাঁচজোড়া শাঁখা তৈরি করতে পারেন। শাঁখার তৈরী চুড়ি ও আংটি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নওগা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি  হয়।  তবে উৎপাদন খরচ বেশি হ্ওয়ায়  লাভ কমেছে। আছে বিদ্যুতের সমস্যা।

এই শাঁখাশিল্পের ঐতিহ্য রক্ষ্ াএবং বানিজ্যিক পরিস্থিতির উন্নয়নে সহযোগিতার  আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। 

অবকাঠামোর উন্নয়ন,ঋণ সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে পেশা ছাড়তে হবেনা শাঁখাশিল্পীদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি