ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

নাটোরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২২, ১৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরের ডালসড়ক এলাকায় ট্রাক উল্টে নিচে পড়ে চালকের মৃত্যু হয়েছে। এসময় ট্রাকের হেলপার আহত হন।

গতকাল সোমবার রাতে নাটোর-বগুড়া মহাসড়রে ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম ফয়সাল ইসলাম সেলিম। তার বাড়ি ঝিনাইদহ মহেশখালী এলাকায়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার স্টেশন সুত্রে জানা যায়, মাল বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে ডালসড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চালক ও হেলপার দুজনেই আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষণা করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি