ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২২

নাটোরের সিংড়ায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
 
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনাজপুরের কেল্লাবাড়ি থেকে পিতা মোঃ ফাতুকে (৫০) এবং সিংড়ার কাজীপুর এলাকা থেকে পুত্র সজিবকে (২০) গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃত মোঃ ফাতু নাটোরের সিংড়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।  

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ১৪ আগস্ট কাজীপুর এলাকার মোঃ ফাতু প্রতিবেশী শান্ত হোসেনের বাড়িতে যায়। শান্ত বাড়িতে না থাকার কথা শুনে পানি খেতে চায় ফাতু। এসময় ভিকটিম পানি আনতে ঘরে ঢুকলে ফাতুও তার পিছু পিছু ঘরে ঢুকে পড়ে এবং পেছন থেকে ভিকটিমকে জাপটে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয়দের এগিয়ে আসতে দেখে ফাতু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তার পিছু নিয়ে তাকে আটক করে। খবর পেয়ে ফাতুর ছেলে সজিব চাকু নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিতাকে ছাড়িয়ে নিতে এলাপাতারি ছুরি চালাতে থাকে এবং পিতা ফাতুকে ছিনিয়ে নিয়ে যায়। 

এসময় ছুরির আঘাতে আহত হয় তিনজন। 

এ ঘটনায় শান্ত বাদি হয়ে পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(৪)(খ) তৎসহ ৩২৪/৩২৬/৩০৭ ধারায় সিংড়া থানায় একটি মামলা করেন। 

পরবর্তীতে বিশেষ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে র‌্যাবের একটি দল মঙ্গলবার দিনাজপুরের কেল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফাতুকে এবং একই দিন সিংড়ার কাজীপুর থেকে তার ছেলে সজিবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি