ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৫, ১৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল লতিফ মোহাম্মদ মাসুদ জানায়, সকাল ১১টার দিকে নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় মাক্রোবাসের চাপায় হানিফ আলী নামে এক শ্রমিক নিহত হন। একই সময় সদর উপজেলার আহমেদপুর চক তেবাড়িয়া এলাকায় ট্যাংকলড়ির ধাক্কায় পারুল বেগম নামে অপর এক নারী নিহত হন। আহত হন ভ্যান চালক সহ ৪ জন। 

এর মধ্যে আশংকাজনক অবস্থায় ভ্যান চালক সহ ওই ৪ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি