ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নাটোরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নাটোর সদরে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন সময় আহত হয়েছেন আরো দু’জন

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়ার রাজন কুমার ঘোষ এবং তাঁর ডিমের দোকানের কর্মচারী রেজাউল করিম। রাজন পিকআপের মালিক ও ডিম ব্যবসায়ী।

বাসটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে পিকআপটি নাটোর থেকে পুঠিয়া যাচ্ছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহত পিকআপচালক মিঠু ও অজ্ঞাত বাসযাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি