ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নাটোরে বেড়েছে ফুলের চাষ (ভিডিও)

প্রকাশিত : ১০:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

নাটোরে বেড়েছে ফুলের চাষ। অল্প পুঁজি ও শ্রমে বেশি লাভের কারণে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। একই জমিতে ফসলের পাশাপাশি চাষ হয় ফুল। বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে ভালো দামের আশা করছেন চাষিরা।

গোলাপ, গ্লাডিওলাস, গাদা, রজনীগন্ধা, চেরি, কাঠবেলিসহ অন্তত ২৫ রকম দেশি-বিদেশি ফুলের চাষ হচ্ছে নাটোরে।

কয়েক বছর আগে বাগাতিপাড়ার ঠেঙ্গামারা গ্রামে কৃষি বিভাগের পরামর্শে এক ব্যক্তি ফুলচাষ শুরু করেন। তার সাফল্য দেখে অনেকেই এতে আগ্রহী হয়ে ওঠেন।

সারা বছরই ফুলের চাহিদা থাকে। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভালবাসা দিবস ঘিরে কাটতি বাড়ে কয়েকগুণ।

একই জমিতে ফসলের পাশাপাশি ফুলও চাষ হয়। এতে খরচ অনেক কমে যায়।

নাটোরে চলতি বছর ৪১ হেক্টর জমিতে ফুলচাষ হয়েছে। দিন দিন তা বাড়ছে বলে জানান স্থানীয়রা।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি