ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নাট্য গবেষক দুলাল আর নেই

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫০, ২৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:১৬, ২৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশ গ্রাম থিয়েটার সহ-সভাপতি এবং নাট্য গবেষক কাজি সাঈদ হোসেন দুলাল আর নেই। তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন দুলালের বড়ভাই বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল হোসেন। 

তিনি জানান, বুধবার বিকেল ৫টার দিকে সে বুকে ব্যাথা অনুভব করে। এরপর বাড়ির লোকজন তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে কাজি সাঈদ হোসেন দুলালের বয়স হয়েছিল ৬১ বছর। পরিবারের ৬ ভাইবোনের মধ্যে দুলাল চতুর্থ। 

এদিকে, দুলালের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। রাতেই তার লাশ এক নজর দেখতে স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাধারণ মানুষ পুঠিয়ার কাঁঠাল বাড়ি গ্রামে ভীড় করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি