নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালন
প্রকাশিত : ১৮:৩৪, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৪, ১৪ মে ২০১৭

নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। যাদের ত্যাগ-ভালবাসা ও সংগ্রামে সন্তানরা বেড়ে উঠে, হয়ে ওঠে আদর্শ মানুষ, সেই মমতাময়ী মায়েরা সিক্ত হলেন ‘রত্নগর্ভা’ ও ‘গরবিনী মা’ পদকে। বিভিন্ন অনুষ্ঠানে মায়ের প্রতি ভালবাসার বন্ধন অটুট রাখার প্রত্যয় জানান, বক্তারা।
একটি ছোট্ট শব্দ ‘মা’- যার মাঝে লুকিয়ে আছে ভালোবাসার হাজারো রং। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, নির্ভরতা- সবকিছু থাকে এই মানুষটিকে ঘিরে।
যদিও মাকে ভালবাসার জন্য কোনো আনুষ্ঠানিক দিবসের প্রয়োজন হয় না। তবুও একটি দিন হোক না, মাকে বিশেষ কিছু বলবার; বিশেষ কিছু দেবার। আর তাই মা দিবসে জননীদের সম্মান জানাতেই ৩৩ জন মা’কে দেয়া হয় রত্নগর্ভা এ্যাওয়ার্ড।
সম্মাননা পাওয়া মায়েরা জানালেন তাদের অনুভূতির কথা।
রত্মগর্ভা মা‘ দের অনুসরন করতে সব নারীদেও প্রতি আহবান জানান সংস্কৃতি মন্ত্রী।
এদিকে রাজধানীর একটি ক্লাবে দশজন সেরা মা’কে দেয়া হয় ‘গরবিনী মা’ সম্মাননা। শিশু ও মাতৃ মৃত্যুহার কমাতে বাজেটে বরাদ্ধ বৃদ্ধির দাবি জানান, তথ্যমন্ত্রী।
মায়ের প্রতি ভালবাসা-শ্রদ্ধা ও মমতার বন্ধন অটুট রাখার প্রত্যয় জানান বক্তারা।
আরও পড়ুন