ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

নাভারনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত : ২৩:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার নাভারনে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাজনীন আক্তার তৃষা (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। 

নাভারন যাদবপুর নামক স্থানে সোমবার সকালে এ ঘটনা ঘটে। তৃষা উপজেলার নাভারনের যাদবপুর গ্রামের আবু জাফরের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি নাভারনে আসার সময় ১০টার দিকে তৃষা ট্রেনটির সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত তৃষার মা জানান, আমার মেয়ে সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুক্ষন পরে আমার কাছে সংবাদ আসে আমার মেয়ে আর নেই।
এলাকাবাসী জানান, তৃষার মায়ের সঙ্গে কথা কাটাকাটি করে অভিমানে সকালে স্কুলে যাওয়ার পথে আত্মহত্যা করে।

জিআরপি পুলিশের এসআই আব্দুল আলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি