ঢাকা, মঙ্গলবার   ২৫ নভেম্বর ২০২৫

নারগিস হত্যার ১০ মাস পর খুনি গ্রেপ্তার, নেপথ্যে পরকীয়া

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১০, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:১৭, ২৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে নারগিস আক্তার হত্যাকান্ডের প্রায় ১০ মাস পর ধরা পরলো খুনি। ধরা পরার পর স্বীকার করলো অবৈধ সম্পর্কের কারণে নিহতের স্বামীর সাথে যোগসাজশে এই হত্যাকাণ্ড। 

এ ঘটনায় তথ্য প্রযুক্তরি মাধ্যমে প্রথমে ওই নারীর স্বামী বিদ্যুৎ মণ্ডলকে গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যে সোমবার রাতে গ্রেফতার করা হয় খুনি শাকিরুল ইসলামকে। 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি জানায়, গত ২৭ জানুয়ারি কুমকুমারী এলাকার একটি ফাঁকা জমি হতে অজ্ঞাত হিসেবে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ২৮ জানুয়ারি আশুলিয়া থানায় একটি হত্যা মামলা (নং-৬৮) দায়ের করা হয়। পরিচয় সনাক্তে ময়নাতদন্ত ও পুলিশী কার্যক্রম শুরু হয়। শেষে গত ৯ নভেম্বর গ্রেফতার করে হত্যাকান্ডের পরিকল্পনাকারী স্বামী বিদ্যুৎ মণ্ডল (৩৭)কে। সে জানায় তার ছোট বোন জামাই শাকিরুল হত্যাকান্ডের সাথে জড়িত। 

পরে তার দেওয়া তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সোমবার রাতে মিরপুরের দারুস সালাম থানায় সংলগ্ন বড়বাজার এলাকায় অভিযান চালায় ডিবি। সেখানে শামীমের অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় খুনি শাকিরুলকে। 

গ্রেফতারকৃত শাকিরুল জয়পুরহাটের পাচঁবিবি থানার সুকানপুকুর গ্রামের ওবাইদুল মন্ডলের ছেলে। 

প্রাথমিক স্বীকারোক্তিতে সে ডিবিকে জানায়, সম্পর্কে নারগিস তার ভাবী হয়। নারগিসের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এক পর্যায় প্রেম ও তারপর প্রণয়। অবৈধ সম্পর্ক চলার ক্ষেত্রে ভালবেসে ফেলে নারগিসকে। নারগিসের আশ্বাসে ঘর বাধার স্বপ্ন দেখে সে। তবে নারগিস স্বামী ও শাকিরুল উভয়ের সাথেই সম্পর্ক রাখে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায় স্বামী বিদ্যুৎ ঘটনা জানতে পারে। ত্রিমুখী মনোমলিন্য চলে তাদের মধ্যে। 

অবৈধ প্রেমের ত্রিভুজ চক্রে ক্ষোভ জন্মে স্বামী বিদ্যুৎ ও প্রেমিক শাকিরুলের মনে। শাকিরুলকে দিয়ে হত্যার পরিকল্পনা আটে স্বামী। কাটা দিয়ে কাটা তোলার চক্রান্ত করে সে। সে অনুযায়ী গত ২৭ জানুয়ারি পরিকল্পনা মতে শাকিরুল নারগিসকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। 

নিহত নারগিস আক্তার বিদ্যুৎ মণ্ডলের তৃতীয় স্ত্রী ছিল।

এ ব্যাপারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জালাল উদ্দিন, প্রাথমিকভাবে তারা এ ঘটনায় সম্পৃক্তার কথা স্বীকার করেছে। এ ঘটনায় যদি অন্য আরও কেউ জড়িত থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি