ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

নারায়ণগঞ্জে ওসিসহ চার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৯ মে ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ চার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। রীতিমতো সংবাদ সম্মেলন এ অভিযোগ করেছেন সিদ্ধিরগঞ্জের আসমা বেগম। এদিকে অভিযুক্ত কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করলেও, অভিযোযের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। 

উত্তরাধিকারসূত্রে সিদ্ধিরগঞ্জে প্রায় ৫০ শতাংশ জমি পান আসমা বেগম ও তার ভাইবোনেরা। তবে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জায়গাটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

বলেন, আদালতে পিটিশন দায়ের করলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে আদেশ দেন আদালত। কিন্তু ওসি সরাফতউল্লাহ তাদের কাছ থেকে দশ লাখ টাকা ঘুষ দাবী করে। একপর্যায়ে এক এসআই ও দুই এএসআইয়ের মাধ্যমে কয়েক দফায় দুই লাখ টাকা আদায় করে ওসি।

এ বিষয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করে ন্যায়বিচার চেয়েছেন আসমা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি।

এদিকে বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

https://youtu.be/QPJc56jKV-Q


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি