ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে কয়েলের আগুনে দগ্ধ ৪

প্রকাশিত : ১০:৩০, ১০ জুন ২০১৯ | আপডেট: ১১:৪৫, ১০ জুন ২০১৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পাগলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আবদুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩) ও তানজিলা (৬)।

এদের মধ্যে শিউলীর ৯৮ শতাংশ, আবদুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

দগ্ধদের সকাল ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শিউলির স্বামী জাকির হোসেন জানান, রাতের খাবার খেয়ে শিউলি দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। তিনি পাশের ঘরে ঘুমান। ভোর ৫টার দিকে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। এতে তারা দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর কয়েল থেকেই আগুনের সূত্রপাত।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সকাল ৭টার দিকে একই পরিবারের দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি