ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

নারী উন্নয়নে বাজেট বরাদ্দ আরও বাড়ানোর দাবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৯:১২, ১০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আগামী অর্থবছরে নীতি পরিবর্তন করে নারী উন্নয়নে বাজেট বরাদ্দ আরও বাড়ানোর দাবী জানিয়েছে বাংলাদেশ মহিলা পারিষদ।
বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় বক্তরা বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নারী উন্নয়নে সরকার অনেক বিভাগে বরাদ্দ বাড়ালেও তা পর্যাপ্ত নয়। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর দাবী জানান তারা। বক্তারা বলেন, শুধু বাজেট করলেই হবে না, তা বাস্তবায়নেও নজর দিতে হবে। সমাজে নারী পুরুষের সমতা নিশ্চিত করারও দাবী জানান তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি