ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

‘নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে এগিয়ে নিতে হবে’

প্রকাশিত : ১২:১৯, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নারীর মর্যাদা সবার আগে এবং এর মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন মাইডাস চেয়ারম্যান, স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। তারা আমাদের গর্ভধারিণী মা, আমাদের মমতাময়ী বোন। তাদের জন্য আমাদের হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গায় সর্বোচ্চ সম্মান দিতে হবে।

নারী আলোকবর্তিকা, তাদের কর্মসংস্থানের যথাযথ সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাই নারীকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়ে এগিয়ে নিতে হবে।

শুক্রবার রাতে পাবনার দোয়েল সেন্টার মাঠে অনুষ্ঠিত মাইডাস এসএমই ট্রেড ফেয়ারের সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের হাতে সনদ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড. এএসএম মশিউর রহমান, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি