ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

নারীদের আত্মনির্ভরশীল করতে ঈদ উপহার বিতরণ করলেন এমপি লতিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৯, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এম.পি এম.এ. লতিফ  চট্টগ্রাম-১১ আসনের নারীদের আত্মনির্ভরশীল করতে স্বাধীনতা নারী শক্তি সংগঠনের ৪০ ও ৪১ নং ওয়ার্ডের নারী নেত্রী ও সকল সদস্যাদের মাঝে ঈদ উপহার বিতরন করেছেন। বুধবার(১৩ জুন) তাদের মাঝে এ উপহার বিতরণ করেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৪ জুন) লেক ভিউ রেষ্টুরেন্ট, আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কে সকাল ১১ টায় অবশিষ্ট ওয়ার্ডগুলোতে নেত্রী ও সদস্যাদের মধ্যে শাড়ি ও থ্রিপিছ বিতরণ করেন।

এ সময় তিনি গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে সব ধরণের সাহায্য সহযোগীতা প্রদানের জন্য আশ্বাস দেন।

ঈদ উপহার বিতরনকালে এম.এ.লতিফ এম.পির সাথে  ২৭ নং ওয়ার্ড স্বাধীনতা নারী শক্তির সভাপতি শাহিনুর বেগম   ছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি