ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

নারীর অগ্রগতির পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৪, ১২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর অগ্রগতির পাশাপাশি মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলীকুজ্জামান আহমদ।
সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ’কথা বলেন। সমাজের সর্বস্তরের নারীদের বিবেচনায় রেখে ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাজেট বরাদ্দ সুষ্ঠুভাবে বাস্তবায়ন প্রয়োজন বলে জানান তিনি। সভায় বক্তারা বলেন, নারী উন্নয়নে বাজেট বাড়লেও, তা অনেকগুলো মন্ত্রণালয়ের মাধ্যমে বন্টন হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে এর সুফল পাওয়া যায় না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি