ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামষ্টিক সচেতনতা তৈরির পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২৪ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামষ্টিক সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ সভায় করেন।

সভায় জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম এবং‘বাল্যবিয়ে ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাব-কমিটি প্রস্তাবিত ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০’ এবং এর বিধিমালা সংশোধন সম্পর্কিত খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।

কমিটির পক্ষ থেকে সুবিধাজনক সময়ে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির পূর্ববর্তী সভাগুলোর অনিষ্পন্ন সিদ্ধান্ত সমূহ দ্রুত নিষ্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি