নার্স তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজপথে বিভিন্ন সংগঠন (ভিডিও)
প্রকাশিত : ১০:১১, ১০ মে ২০১৯

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসে নার্স তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন বিভিন্ন সংগঠন। জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ সাজার নিশ্চিত করতে চলছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা জানান, রোডপারমিট ছাড়াই চলাচল করছে স্বর্ণলতা বাস। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহাম্মদ রাজনের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা।
শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষনের পর হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করছে কিশোরগঞ্জ জেলামহিলা পরিষদ, নার্সেস এসোসিয়েশন, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন সংগঠন।
বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ তানিয়া হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
কিশোরগঞ্জ পরিবহন শ্রমিকরাও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
এদিকে শোকে স্তব্ধ কটিয়াদীর বাহেরচর গ্রামবাসী। গ্রেফতার বাসচালক নূরুজ্জামান, হেলপার লালন মিয়াসহ আটক ৫জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন