ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আব্দুল হামিদ, নিউইয়র্ক

প্রকাশিত : ২৩:১২, ১৫ ডিসেম্বর ২০১৯

বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষে বিজয় অর্জিত হওয়ার দু'দিন আগে স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদররা পরিকল্পিতভাবে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।  এই তালিকায় দেশবরেণ্য লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, দার্শনিকসহ অসংখ্য কৃতিসন্তান রয়েছে। তাদের রক্তে বিধৌত এই বাংলাদেশ। বীর সন্তানদের স্মরণে উত্তর আমেরিকা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা আয়োজিত হয়েছে। 

নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে উত্তর আমেরিকাস্থ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন,“আমরা-আপনারা সবাই জানি এই প্রবাসে একাত্তরের ঘাতক, শহীদ বুদ্ধিজীবীদের ঘাতকেরা কে কোথায় লুকিয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না এখনও তাদের অবস্থান চিহ্নিত করতে হবে। তাহলেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।”

এসময় শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূরের নেতৃত্বে ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে’ গানটি সমস্বরে পরিবেশিত হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা, শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনের ছেলে ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান, কবি মিশুক সেলিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী, স্বীকৃতি বড়ুয়া, শরাফ সরকার, মোর্শেদ আলম, নাসিমুন্নাহার নিনি, গোপন সাহা, সুব্রত বিশ্বাস,ছাদেক শিবলু ,মিনহাজ সাম্মুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী।

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি