ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নিউজপোর্টালের নিবন্ধন এ মাসেই: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চল‌তি জুলাই মা‌সেই অনলাইন নিউজপোর্টালের রেজিস্ট্রেশন (নিবন্ধন) শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৩ জুলাই) দুপু‌রে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিউজপোর্টালের নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে যায়। আমরা এরইমধ্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি। আশা করছি এ মাসেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেওয়া হবে।

তিনি বলেন, যার-তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের পত্রিকার ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি