ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

নিখোঁজ দুই বোনের লাশ উদ্ধার নদী থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নাগর নদীতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর দুই বোনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রাবৃহস্পতিবার দুপুরে তাদের লাশ নাগর নদী থেকে উদ্ধার করা হয়

নিহতরা হলো- বালিয়াডাঙ্গী আমজানখোর ইউনিয়নের বড় চড়ইগাথী গ্রামের তাহের আলীর মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নসিমন আক্তার (১২) এবং তৃতীয় শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার (৮)।

প্রসঙ্গত, বুধবার বেলা ২টার দিকে দুই বোন নসিমন ও মাহফুজা বালিয়াডাঙ্গীর সীমান্ত এলাকার নাগর নদীর চরে গরুকে ঘাস খাওয়াতে যায়। তারা গরুর লেজ ধরে নদী পার হওয়ার চেষ্টা করলে স্রোতে মাহফুজা তলিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নসিমনও পানিতে ডুবে যায়।

বালিয়াডাঙ্গী থানা সূত্রে জানা যায়, এলাকাবাসী অনেক খোঁজাখুজি করলেও বুধবার দুই বোনের কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে মাহফুজার লাশ নদীতে ভেসে ওঠে। পরে দুপুর ২ টার দিকে নসিমনের লাশ পাওয়া যায়। স্থানীয়ারা পরে লাশ দুটি উদ্ধার করে।

 

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি