ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নিজেকে হিটলার দাবি করলেন ১২৮ বছরের বৃদ্ধ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১০:০৮, ৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

হারমান গুটেনবার্গ। আর্জেন্টিনার এক বৃদ্ধ। বয়স ১২৮ পেরিয়েছে। বয়সের এ পর্যায়ে তিনি নিজেকে অ্যাডলফ হিটলার বলে দাবি করছেন। বৃদ্ধের এ অবাক করা দাবি আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

তবে বৃদ্ধের এ অবাক করা দাবির মধ্যে আরো তাক লাগানো বিষয় হলো তার নিজের স্ত্রীও এ দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন। স্ত্রীর বলেন, তাঁর স্বামী অ্যালঝাইমার’স-এ আক্রান্ত হয়েই এসব বলছেন। আসলে বিষয়টি ভিত্তিহীন। তার স্বামী ভুল বকছেন। খবরটিতে বিশ্বাসযোগ্যতার অভাব থাকায় বৃদ্ধের স্ত্রীর মতো একই ধারণায় বিশ্বের নামী সংবাদমাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন প্রকাশে তেমন একটা উত্সাহী হয়নি।

ওই বৃদ্ধের দাবি, ১৯৪৫ সালে বিপর্যয়ের পরে তিনি আর্জেন্টিনায় চলে আসেন। আত্মগোপন করতে নিজের নামও বদলে নেন। শুধু তাই নয়, ‘জার্মান গুপ্তচর’রা নাকি তাঁর নামে পাসপোর্টও বানিয়ে দেয়। তবে, ওই বৃদ্ধের কোনও দাবির সপক্ষে একটিও তথ্যপ্রমাণ মেলেনি। ওই বৃদ্ধের আরও দাবি, দীর্ঘ ৭০ বছর ধরে তিনি যখন আত্মগোপন করেছিলেন, সেই সময়ে ইসরাইলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর গুপ্তচর হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর কাজ ছিল যুদ্ধপরাধী নাৎসি বাহিনীর শীর্ষ নেতাদের খুঁজে বের করা। বৃদ্ধ জানিয়েছেন, তিনি ‘আত্মজীবনী’ (অ্যাডলফ হিটলারের) লিখবেন। তাঁর বিশ্বাস, এই আত্মজীবনী বিশ্বের মানুষের কাছে হিটলার সম্পর্কে অনেক ধারনা পাল্টে দেবে।

ইতিহাসবিদদের অনেকের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর আর্জেন্টিনায় গা ঢাকা দিয়েছিলেন হিটলার। এই মতামতের পক্ষে একাধিক প্রমাণ এবং যুক্তি সামনে এনেছেন তারা। গুটেনবার্গ যখন নিজেকে হিটলার বলে দাবি করে একের পর এক নানা দাবি, তথ্য সামনে আনছেন, তখন কিছুটা কাকতালীয়ভাবেই আর্জেন্টিনার বুয়েনেস আইরেসের একটি বাড়ির গুপ্ত কুঠুরি থেকে মিলেছে নাৎসিদের ব্যবহৃত জিনিসপত্রের ভাণ্ডার। তাতে আলোচনা আরও জোরদার হয়েছে।  

জানা যায়, এবেল বাস্তি নামে এক লেখক ২০১৬-র জুলাইয়ে ‘হিটলার ইন একজাইল’ (নির্বাসনে হিটলার) নামে একটি বই লিখেছিলেন। সেখানে লেখক দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর পরাজয়ের পর হিটলার আর্জেন্টিনায় চলে আসেন। সেখানে দশ বছর আত্মগোপন করে থাকার পর তিনি নাকি প্যারাগুয়ে চলে যান। তবে, এবেল বাস্তির দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১-এর ৩ ফেব্রুয়ারি সেখানেই হিটলারের মৃত্যু হয়। অনেকে আবার এর সঙ্গে এফবিআই-এর প্রকাশিত একটি রিপোর্টও  প্রকাশ্যে আনেন। সেখানেও দাবি করা হয়, হিটলার মারা যাননি। তিনি আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন।

আরকে/ডব্লিউএ্ন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি