ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের দেশে কাজ করতে চান নাবিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সাদিয়া আন্দালিব নাবিলা। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। মডেলিং দিয়েই তার ক্যারিয়ার শুরু। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্যাশন হাউস ‘ভিক্টোরিয়াস মডেল’ এর সঙ্গে সংযুক্ত হন। এরপর সেখানকার ‘হাউস মডেল’ মডেল নিযুক্ত হন। সেখানে তিনি এখনও কাজ করছেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরা স্কুল অব বলিউড ড্যান্সিংয়ের মেন্টর হিসেবেও কাজ করছেন এই মডেল। গত বছর অনেকটা হুট করেই বলিউডে অভিষেক ঘটে বাংলাদেশি এই মেয়েটির।

পরিচালক দেবেশ প্রতাপ সিং এর নির্মিত ‘পারিশান পারিন্দা’ নামের চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। গ্যাংস্টার ও আন্ডার ওয়ার্ল্ড ভিত্তিক কাহিনী নিয়ে নির্মিত হয় সিনেমাটি। বলিউড অভিনেতা মিরাজের বিপরীতে দুই নায়িকা ছিলেন সাকশি ও বাংলাদেশি নাবিলা। এখানে রিনা চরিত্রে অভিনয় করেন নাবিলা।

সিনেমাটিতে আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে কাজ করা হয়েছে। যার মধ্যে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন শিল্পী অভিনয় করেন। গত বছরই শুটিং সম্প্ন্ন হওয়া সিনেমাটি চলতি বছরের মার্চে ভারত ও অস্ট্রেলিয়ায় মুক্তি পায়।

এদিকে গেল বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড ২০১৭’ তে প্রথম রানার আপ হন নাবিলা। এই অর্জনের কারণে বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গে একটি ডিনার পার্টিতে অংশ নেন তিনি। সেখানে জন আব্রাহামের সঙ্গে একটি গানের নাচেও অংশ নেন অভিনেত্রী।

বিষয়টি নিয়ে সাদিয়া নাবিলা বলেন, অনেকটা হুট করেই বলিউড সিনেমাতে কাজ করেছি। সেখানে কাজের অভিজ্ঞতা একটু অন্যরকম। সবাই বেশ আন্তরিক আর সাপোর্টিভ। আমি বাংলাদেশেও কিছু কাজ করেছি, অনেক ভালো লেগেছে। আমি যেহেতু মিডিয়াতে কাজ করছি, সেই কাজটি যদি আমার নিজ দেশে করতে পারি তাহলে দেশেই ফিরে আসবো।’

তিনি আরও বলেন, ‘ভালো ও অনুকূল পরিবেশে কাজ করার সুযোগ পেলে আমি বাংলাদেশেই স্থায়ী হবো। হাজার হলেও আমার নিজের দেশ, নিজের দেশে কাজ করার বিষয়টি অনেক আনন্দের।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি