নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি, হতে পারে কালও
প্রকাশিত : ১৭:৪১, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৮, ১২ জুন ২০১৭

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে সারাদিন বৃষ্টি হয়েছে। কালও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টির কারণে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষদের। নি¤œচাপের কারণে সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার রাত থেকেই অঝরে ঝরেছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপই এর কারণ।
টানা বৃষ্টির কারণে বিপাকে পড়ে অফিসগামী ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজনীয় যানবাহন না পেয়ে ভোগান্তি পোহাতে হয় তাদের।
এদিকে, বৃষ্টির কারণে রাজধানীতে সৃষ্টি হয় প্রচন্ড যানজট।
বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং শিমুলিয়া- কাঁঠালবাড়ী রুটে ফেরি ও লঞ্চ চলাচল বিঘিœত হচ্ছে।
সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন