ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ১ জুন ২০১৮ | আপডেট: ১৫:০০, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি জিতবে না, এই আশঙ্কায় তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ঝটিকা অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।

এদিকে আসন্ন ঈদে মহাসড়কে যানজটের কারণ, ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর গাড়ি উচ্ছেদে বিআরটিএ ও পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ ছাড়া জনদুর্ভোগ এড়াতে ঢাকা সিটি করপোরেশন এলাকায় খোঁড়া-খুড়ি বন্ধ রাখারও অনুরোধ জানান মন্ত্রী।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি