নির্বাচনের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি
প্রকাশিত : ১৮:৫৭, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৯:২৫, ১৫ মে ২০১৭

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ সকল কমিটি বিলুপ্ত করে সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা এই মানব বন্ধনে অংশ নেন। বক্তারা যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের প্রস্তুত থাকার পরার্মশ দেন তারা। মানব বন্ধনে নির্বচনের দাবিতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেতারা।
আরও পড়ুন