ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত ২ জুলাই পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ২১ মে ২০১৭ | আপডেট: ১৯:০৫, ২১ মে ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আগামী ২ জুলাই পর্যন্ত চলতে বাধা নেই। ফলে রমজানে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারকের বেঞ্চ এ আদেশ দেন।
রমজানে খাদ্য ভেজাল, বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি, ইভ টিজিং, অবৈধ ইমারত নির্মান ও বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো ও সাজা দেয়াসহ  নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে ভ্রাম্যমান আদালত ।
কিন্তু হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করলে এসব কাজে বাধা আসে। শুনানিতে অ্যটর্নি জেনারেল বলেন, গত কয়েকদিনে দিনাজপুরে ৩৭টি বাল্য বিবাহ হয়েছে।
রোজাসহ বিভিন্ন কারণে শুনানি ছয় সপ্তাহ পেছানোর আবেদন করলে আপিল বিভাগ ২ জুলাই শুনানির জন্য পরবর্তী তারিখ রাখার আদেশ দেন।
তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১১ ও ২০১২ সালে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট  গত ১১ মে ওই রায় দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি