ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

নির্মাণ হচ্ছে দেশের প্রথম হেলিপোর্ট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণ করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, একশ’ বিঘা জমির ওপর এটি নির্মাণ করা হবে। আন্তর্জাতিক মানের এই হেলিপোর্টে প্রাথমিকভাবে ৫০টির মতো হেলিকপ্টার একসঙ্গে অবস্থান করতে পারবে।

দেশে ৯টি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারের সংখ্যা ২৯টি। কোম্পনিগুলো তাদের বহরে আরও হেলিকপ্টার যোগ করতে চায়। এজন্য সিভিল এভিয়েশনে আবেদনও করেছে তারা। এছাড়া নতুন করে আসতে চায় আরও কয়েকটি কোম্পানি। 

দূরের যাত্রায় হেলিকপ্টার ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সড়কের যানজট এড়াতে সামর্থ্যবান ব্যবসায়ীরা, চলচ্চিত্র নির্মাতা, হাসপাতাল মালিক ও বিদেশী বিনিয়োগকারীরা হেলিকপ্টার ব্যবহার করে থাকেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, চাহিদা বৃদ্ধি পাওয়ায় হেলিপোর্ট নির্মাণ জরুরি হয়ে পড়েছে। জমি নির্ধারণ ও প্রাথমিক ডিজাইনের কাজ শেষ বলেও জানান তিনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মফিদুর রহমান বলেন, শাহজালালের পূর্বদিকে কাওলায় সিভিল এভিয়েশনের আবাসিক এলাকার দক্ষিণ প্রান্তে জায়গা খালি আছে, ওই জায়গা ভরাট করে নতুন করে আমরা হেলিপোর্ট করতে যাচ্ছি। এটা এখন প্রাথমিক পর্যায়ে আছে। বিদেশি কনসালন্টেটের মাধ্যমে এর ডিজাইন করা হয়েছে। প্রাথমিক এই ডিজাইনের উপর ব্যয় নির্ধারণের কাজ চলছে।

তৃতীয় টার্মিনালের পাশাপাশি হেলিপোর্ট টার্মিনাল নির্মাণকেও গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

এয়ার ভাইস মফিদুর রহমান আরও বলেন, এটা অত্যাধুনিক হেলিপোর্ট হবে। বাংলাদেশের প্রথম হেলিপোর্ট হবে যেখানে ৫০টির মতো হেলিকপ্টার রাখা যাবে। পরবর্তীতে বৃদ্ধি করা যাবে, ৭০-৮০টি হেলিকপ্টার যাতে রাখা যায় সেই ব্যবস্থা রাখা হবে।

এ উদ্যোগকে সময়োপোযোগী বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।   

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, হেলিকপ্টার যদি ওখান থেকে সরিয়ে আনতে পারি সেটা অপারেটরদের জন্য ভালো হবে, যাত্রীদের জন্য ভাল হবে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা এয়ার ট্রাফিকের অপারেশনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমার মনে হয়।

হেলিপোর্ট নির্মাণের ফলে দেশের আকাশ পথ আরও নিরাপদ হবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।

কাজী ওয়াহিদুল আলম আরও বলেন, আমি মনে করি এটা অত্যন্ত সময়পোযোগী সিদ্ধান্ত হয়েছে।
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি