নিষেধাজ্ঞার পর ফিরছেন প্রসূণ
প্রকাশিত : ১০:০৭, ১২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫০, ১২ নভেম্বর ২০১৭
নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও নাট্যাভিনয়ে ফিরেছেন প্রসূণ আজাদ। এক বছর পর রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘যখন কখনো’নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে নাটকে অভিনয় করেছেন। এরইমধ্যে পাঁচদিন শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
নাটকে কাজ করার ওপর নিষেধাজ্ঞা থাকলেও সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করেছেন।
ধারাবাহিকে প্রসূণ আজাদ অভিনয় করছেন বিউটি চরিত্রে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমি মনোযোগ দিয়ে অভিনয় করতে চাই। এটা আমার অভিনীত দ্বিতীয় ধারাবাহিক নাটক। এর আগে আমি তৌকীর ভাইয়ার নির্দেশনায় একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। এ নাটকটিতে অভিনয় ভীষণ উপভোগ করছি।’
নাটকটি প্রতি শনি ও রোববার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।
প্রসূণ আজাদ অভিনীত সর্বশেষ কাজের মধ্যে উল্লেখযোগ্য ছিল শাহরিয়ার নাজিম জয়ের ‘চাঁদের মতো মেয়ে’, হাসান জাহাঙ্গীরের ‘প্রথম ভালোলাগা’ইত্যাদি।
এর আগে প্রসূনকে দেখা গেছে ‘মুখোশ মানুষ’, ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশ ইয়াবা’ ও ‘মুসাফির’ চলচ্চিত্রে। আরো দেখা গেছে ‘ইউটার্ন’-এর আইটেম গানে। মুক্তির অপেক্ষায় আছে সনাতন গল্প, স্বপ্নজাল ও মৃত্যুপুরী।
অপরদিকে শফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় ‘ভোলা’ নামের একটি সিনেমাতেও এরই মধ্যে অভিনয় করেছেন তিনি।
এসএ/এআর










