ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নেক্সট টিউবার নিয়ে টিভি পর্দায় আসছেন ইরেশ-পূর্ণিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের প্রথম ডিজিটাল রিয়েলিটি শো বাংলালিংক নেক্সট টিউবারের ২য় আসরের সম্প্রচার আগামী শুক্রবার শুরু হচ্ছে।
প্রতিভাবান ভিডিও কনটেন্ট নির্মাতাদের প্রতিযোগিতা ভিত্তিক এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা, বিশিষ্ট টিভি অভিনেতা ইরেশ জাকের ও দুই সেলিব্রেটি ইউটিউবার তামিম মৃধা ও সৌভিক আহমেদ।
নেক্সট টিউবারের ২য় আসরের প্রথম পর্ব সম্প্রচারিত হবে ২ নভেম্বর, শুক্রবার রাত ৯ টায় এনটিভির পর্দায়। নভেম্বর ও ডিসেম্বর মাসের প্রতি শুক্রবার উল্লিখিত সময়ে এবারের আসরের বাকি পর্বগুলি সম্প্রচারিত হবেন।

নেক্সট টিউবারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা পুরস্কার হিসেবে বাংলালিংক-এর সাথে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ ও ১ লক্ষ টাকা মূল্যমানের আকর্ষণীয় চুক্তির সুযোগ পাবেন। এছাড়া প্রথম বিজয়ীর জন্য থাকছে সিঙ্গাপুরে অবস্থিত গুগলের অফিস পরিদর্শনের সুযোগ। তিন বিজয়ীর প্রত্যেকে ছয় মাসের ইন্টার্নশিপসহ বাংলালিংক নিবেদিত তিনটি পৃথক শো-এর চারটি পর্বে অংশগ্রহণেরও সুযোগ পাবেন।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি