ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ বিএনপি মহাসচিবের (ভিডিও)

প্রকাশিত : ১৬:০১, ১০ মে ২০১৯

Ekushey Television Ltd.

 

দলের নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিতে খালেদা জিয়ার ৩ যুগ পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভায় ফখরুল বলেন, সময়ের সাথে সাথে বাস্তবতার আলোকেই সামনের দিকে এগোতে হয়। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ঘুরে দাঁড়াতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জসিম জুয়েলের রিপোর্ট।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতিতে ৩ যুগপূর্তি উপলক্ষে ন্যাশনালিস্ট রিচার্স সেন্টারের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিবসহ নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, বিএনপি সমানে কিভাবে এগোবে তা নিয়ে ভাবতে হবে। কোনো পরিস্থিতিতেই নেতকর্মীদের বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন কর্মকা-ের সমালোচনাও ছিলো বিএনপি মহাসচিবের বক্তৃতায়। জনগনকে সচেতন করতে বিএনপি কর্মীদের ভ’মিকা রাখারও পরামর্শ দিনে ফখরুল। পরে চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন বিএনপির মহাসচিব।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি