ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

নেতিবাচক পরিস্থিতির মধ্যে আসছে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ২৯ মে ২০১৭ | আপডেট: ০৯:১৪, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

মূল্যস্ফিতি কম থাকার স্বস্তিকর অবস্থা থাকলেও প্রবাসী আয় অব্যাহতভাবে কমতে থাকায়; নেতিবাচক পরিস্থিতির মধ্যে আসছে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট। অর্থনীতির বড় কোন বিপর্যয় ঠেকাতে উন্নত বিশ্বে নতুন শ্রমবাজার প্রতিষ্ঠায় এবারের বাজেটে সরকারী পরিকল্পনা দেখতে চান অর্থনীতিবিদরা।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের ১০ মাসে অর্থাৎ গতবছরের জুলাই থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ২৮ কোটি ডলার। আগের অর্থবছরের এই একই সময়কালে এসেছিল ১ হাজার ২২৫ ডলার। সে হিসেবের ১০ মাসে প্রবাসী আয় কমেছে ১৬ শতাংশ। দেশের বৈদেশিক মুদ্রার বড় উৎসে ভাটার টানে শঙ্কায় অর্থনীতিবিদরা।
ব্যাংকের থেকে বেশী লাভজনক হওয়ায় প্রবাসীদের হুন্ডিতে লেনদেন বেড়েছে। এতে ডলার বিদেশেই থাকে এবং দেশে টাকার মাধ্যমে পাওনা পরিশোধ হয় বলে বৈদেশিক মুদ্রার প্রবাহ কমায় সরকার নানা পদক্ষেপ নেয়। এরপর গেল দুবছর কয়েক লাখ বেশী লোক কাজের জন্য বিদেশ গেলেও প্রবাসী আয় কমেছে। এজন্য অর্থনীতিবিদরা দায়ী করেন তেলের মূল্যহ্রাস ও মধ্যপ্রাচ্যনির্ভর এককেন্দ্রীক শ্রমবাজারকে। তাই বাজেটে এ বিষয়ে সরকারের পদক্ষেপ দেখতে চান।
সেইসঙ্গে সেই বাজারের উপযোগি ও চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরিতে উন্নত প্রশিক্ষণ  ও বাজেটে রূপরেখা দেখতে চান অর্থনীতিবিদরা।  




Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি