ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

নেত্রকোনায় ৫ শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত : ১৬:২১, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:২১, ১১ অক্টোবর ২০১৬

নেত্রকোনার পূর্বধলায় ১১ দিন ধরে নিখোঁজ ৫ শিক্ষার্থী। পহেলা অক্টোবর বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এদের মধ্যে ২ জন মাদ্রাসার ও ৩জন স্কুল শিক্ষার্থী।  এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মহিষবেড় গ্রামের আরিফ, বেলাল হোসেন, নয়ন মিয়া, মোঃ হৃদয় ও রবিকুল ইসলাম পহেলা অক্টোবর সকালে স্কুলে যাবার কথা বলে বাড়ী থেকে বেড়িয়ে যায়। তারপর থেকে তাঁদের আর কোনো খোঁজ নেই। স্বজনেরা খোঁজাখুজি করে না পেয়ে ৬দিন পর পূর্বধলা থানায় সাধারণ ডাইরী করেন। এখন পর্যন্ত তাদের না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। নিখোঁজদের মধ্যে বেলাল শালদীঘা তালিমাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনী ও নয়ন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। আরিফ, হৃদয় ও রবিকুল ইসলাম পড়ে শ্যামগঞ্জ কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে। জঙ্গিদের সাথে তাদের আঁতাত আছে কিনা তা কেউ বলতে পারছেনা। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক। তবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা। দ্রুত নিখোঁজদের উদ্ধার করে তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দেবে প্রশাসন, এমনটাই চাওয়া এলাকাবাসীর।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি