ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

নেপালে ভূমিধসে নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৪ জুলাই ২০১৯

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে নেপালের পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছন। এখনও নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩ জন।

মঙ্গলবার সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ভূমিধসের এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

ওই এলাকায় আবারও ধস নামতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকির মুখে রয়েছে আরও অন্তত ২০টি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা নিকটবর্তী আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন।

ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছর ভারি বৃষ্টি ও বন্যার ফলে নেপালে প্রাণ হারিয়েছে ৯৫ জন। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি