ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নোয়াখালীতে বাস খাদে পড়ে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:১৪, ১৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। হতাহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জমিদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ফিরোজ আলম মোল্লা জানান, বুধবার রাতে নোয়াখালীর সোনাপুর থেকে সুগন্ধা সার্ভিসের বাসটি ফেনীর উদ্দেশে যাচ্ছিল। পথে বেগমগঞ্জের জমিদার হাটে পৌঁছালে বাসের সামনের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে রাত পোনে ১২টায় বাসটি উদ্ধার করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি