ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ২৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৭ বছর পর ২০০৫ সালের নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত বিবি ফাতেমা আক্তার পলি হত্যা মামলায় নিহতের স্বামী মঈনুদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার বিকেলে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন। এসময় মামলার অপর ৫ আসামীকে অব্যাহতি প্রদান করা হয়।

২০০৫ সালে ৩১ আগস্ট নিখোঁজের দুইদিন পর বিবি ফাতেমা আক্তার পলির লাশ বেগমগঞ্জের অনন্তঃপুরের একটি খালের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা ইব্রাহীম মিয়া ফাতেমা আক্তারের স্বামী মঈনুদ্দিনকে প্রধান আসামী করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. এমদাদ হোসেন কৈশোর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী ১৬৪ ধারায় আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত শুনানি শেষে মঈন উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বাকি আসামিদের খালাস দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এ কৌঁসুলি।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমার বাবা মামলার বাদী ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর আজ এ রায় হলো কিন্তু আমার বাবা বেঁচে নাই। তিনি মারা গেছেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি