ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নোয়াখালীর পৌরসভাসহ ৬ ইউনিয়নে বিশেষ লকডাউন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ৫ জুন ২০২১

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে।

শুক্রবার (৪ জুন) বিকেলে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান এই লকডাউন ঘোষণা করেন।

নোয়াখালী জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের কারণে বন্ধ রয়েছে দোকানপাট, মার্কেট, শপিংমল। সংক্রমিত ওইসব এলাকায় সব ধরনের যাতায়াত ব্যবস্থা বন্ধ করা হয়েছে। ওইসব সংক্রমিত এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে গ্রামের কেউ বাইরে বের হতে পারবেন না।

লকডাউনের আওতাধীন নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড ও সদর উপজেলার ৬টি ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো- ৩নং নোয়ান্নই, ৪নং কাদির হানিফ, ৫নং বিনোদপুর, ৬নং নোয়াখালী, ১০নং অশ্বদিয়া ও ১১নং নেয়াজপুর।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে নোয়াখালী জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যার কারণে এই বিশেষ লকডাউন ঘোষণা করা হলো।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি