ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নড়াইলে আট মাদক কারবারিসহ আটক ৩৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আট মাদক কারবারিসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে সদরে ১০, লোহাগড়ায় ১৫, কালিয়া ছয় ও নড়াগাতিতে পাঁচজন। এ সময় আট মাদক কারবারির কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ও ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান অভিযান একটি চলমান প্রক্রিয়া। এর করাল থাবা জাতিকে গ্রাস করতে যাচ্ছিল। এটি বন্ধ করার জন্য পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। মাদককে আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করব, নির্মূল করব। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি