ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

নড়াইলে গণপিটুনীতে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৪:৪৮, ৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলের নড়াগাতিতে গণপিটুনীতে বদর শিকদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত বদর বাগেরহাটের চিতলমারি থানার কাঠিপাড়া গ্রামের মহব্বত আলী শিকদারের ছেলে।

ওসি আলমগীর কবির জানান, ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর গ্রামে শাহাজান শেখের বাড়িতে এক ব্যক্তি চুরি করতে আসে। বাড়ির লোকজন টের পেয়ে চোর, চোর বলে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে তাকে গণপিটুনী দেয়। গুরুতর আহত লোকটিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়। প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে নথিভুক্ত হলেও শনিবার দুপুরে তার পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি