ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নড়াইলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৪

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১০, ১৮ অক্টোবর ২০২০

নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার নৌপথে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে আটক করা হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের আটক করে। 

আটককৃতরা হলেন, কালিয়ার বিষ্ণুপুর গ্রামের টুটুল শেখ (৩৮), মোরশেখ (৩২), জনি শেখ (২৫) ও ইরফান শেখ (২২)।

জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি নৌকায় বিষ্ণুপুর এলাকায় ইলিশ মাছ ধরছিল তারা। এ অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করে। রাত সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশির ভাগ জেলে সটকে পড়েন।

জানতে চাইলে ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান বলেন, ‘উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মা ও জাটকা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি