ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে এসএম সুলতান-বিএনএফ বৃত্তি প্রদান

প্রকাশিত : ২৩:৫২, ৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলে দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘এসএম সুলতান-বিএনএফ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীর মাঝে ছয় হাজার টাকা করে এক লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

বেসরকারি উন্নয়ন সংগঠন নোভা’র আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমীনসহ বৃত্তি প্রাপ্তরা। এতে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, শিক্ষাবৃত্তির এ টাকা যাতে পড়াশোনার কাজে ব্যয় হয়, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি