ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নড়াইলে শেষ হলো ‘মোসলেম মেলা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৪৩, ২৪ অক্টোবর ২০১৮

বাংলাদেশের জারিগানের অন্যতম পুরোধা চারণকবি মোসলেম উদ্দীনের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে দু’দিনব্যাপী ‘মোসলেম মেলা’ শেষ হয়েছে। মঙ্গলবার রাতভর জারিগানের মধ্যদিয়ে এ মেলা শেষ হয়। 

জারিসম্রাট মোসলেম স্মৃতি পরিষদের আয়োজনে কবির জন্মস্থান নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে গত সোমবার এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

দু’দিনব্যাপী মেলায় গ্রামীণ খেলাধুলা, কবিতা পাঠের আসর, মোসলেম সঙ্গীত, নাটক, জারিগান, দোয়া মাহফিল, কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোসলেম ভক্তদের আগমনে মেলা প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।

মোসলেম উদ্দীন ২০টি জারি গানের পালাকাহিনী, প্রশ্নোত্তর, ব্যঙ্গ কিংবা উপদেশ, ধুয়া গান, ভজন, বিচ্ছেদ, ভাব, ভাটিয়ালি, অষ্টক, কীর্তন, হালুই, সারি, হামদ, নাত-এ-রাসুল, দেশাত্ববোধক, শ্লেষাত্মক, রণসঙ্গীত, কৃষিগানসহ বিভিন্ন ধরণের জারিগান রচনা করেছেন। কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৬৯ সালে চারণ কবি মোসলেম উদ্দীন ‘জারি সম্রাট’ উপাধি লাভ করেন। এছাড়া  ১৯৭৬ সালে ফররুখ আহমেদ সাহিত্য স্বর্ণপদকসহ (গীতি কবিতায়) অসংখ্য পুরস্কার লাভ করেছেন।

জারিগানের খ্যাতিমান শিল্পী মোসলেম উদ্দিন ১৯০৪ সালের ২৪ এপ্রিল নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালের ১৯ আগস্ট মৃত্যুবরণ করেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি