ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

নড়াইলে ৫ হাজার জনকে ফ্রি চোখের চিকিৎসা

প্রকাশিত : ১৭:৩৪, ৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৯:০০, ৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলে বিনা খরচে পাঁচ হাজার রোগিকে চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে চত্বরে শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে এ চক্ষু শিবির শুরু হয়েছে। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আন্তর্জাতিক সেবা সংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও আল-নূর চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনা খরচে চোখের রোগিদের সেবা দেওয়া হচ্ছে।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন- আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ডক্টর আহমেদ তাহির হামিদ আলী, দুবাই ইলেকট্রিসিটি ও ওয়াটার কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার তাহা আল হামরী, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মেডিকেল ডিরেক্টর ডাক্তার আবু সাইদ, এইচ আর ম্যানেজার নুরুজ্জামান খোশনবীশ এবং ক্যাম্প ইনচার্জ ওবায়দুজ্জামান।

আয়োজকরা জানান, চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগিদের শুক্রবার সকাল ৮টা থেকে বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। বাছাইকৃত রোগিদের নড়াইল সদর হাসপাতালে অপারেশন ও লেন্স স্থাপনের কাজ চলবে ১৫ মার্চ পর্যন্ত।
মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামের শিখা রাণী (৫৬) জানান, বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পেরে ভালো লাগছে। নড়াইল সদর উপজেলার আরাজি বাঁশগ্রাম থেকে আসা আব্দুস সাত্তার (৯০) ও লোহাগড়ার চরবালিদিয়ার কুলসুম বেগম (৭০) জানান, এ চক্ষু ক্যাম্পে এসে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি