ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পঞ্চগড়ে ৬৪১ বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ৪ আগস্ট ২০১৮

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭টি গ্রামে ৬৪১টি বাড়িতে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতের নতুন সংযোগ দে্ওয়া হয়েছে।

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে এ নতুন সংযোগের উদ্ধোধন করেন। ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাও পল্লী বিদ্যুত সমিতি এ  কাজের বাস্তবায়ন করেছে।

টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এ উপলক্ষ্যে রামগঞ্জ বিলাসী ইদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করেন। এ সভার সভাপতিত্ব করেন টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রহমান সরকার ।

সংসদ সদস্য এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ ও আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান।

অন্যদের মধ্যে পল্লী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী রেজাউল করিম ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি