ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম বন্দর

পণ্য খালাসের সময় পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসের সময় পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেমঙ্গলবার সকালে বন্দরের আট নম্বর জেটিতে টনা ঘটে।বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ‘এমভি লতিকা নারী’ নামের থাইল্যান্ডের পতাকাবাহী ওই বাল্ক ক্যারিয়ার থেকে গাছের গুঁড়ি নামানোর সময় ধাক্কা লেগে দুই শ্রমিক জাহাজের হেজের (পণ্য রাখার স্থান) গভীরে পড়ে যান। পরে জাহাজের ক্রু ও অন্য শ্রমিকরা তাদের লাশ উদ্ধার করে। নিহত দুই শ্রমিকের নাম মো. আতিক ও মো. সোহেল।

//আর//এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি