ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

পদ রক্ষার চেষ্টা করছেন মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭:৪৪, ১০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা কথা বলে তার পদ রক্ষার চেষ্টা করছেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অবস্থা এমন পর্যায়ে গেছে যে, তারা সন্ত্রাস ও হত্যা মামলার দণ্ডিত আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রেখেছেন।

হাছান মাহমুদ বলেন, সরকারের দায়িত্ব হলো অপরাধীর শাস্তি নিশ্চিত করা। তাই তারেকের সাজা কার্যকর করা রাষ্ট্র তথা সরকারের দায়িত্ব। গতকাল প্রধানমন্ত্রী এ কথাটিই বলেছেন। সরকার এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যাদের নিজেদেরই কোন ঐক্য নেই, কি করে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে?

বর্তমান সংসদকে বিএনপি নেত্রী রুমিন ফারহানার অবৈধ বলা প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এ কথা বলে তিনি নিজেই তো অবৈধ হয়ে গেলেন। হাছান বিএনপির কথাবার্তার ঠিক নেই। দলটির নেতারা একবার বলেন, তারা শপথ নেবেন না; পরে তারা আবার শপথ নিলেন। কিন্তু তাদের মহাসচিব শপথ নিলেন না। আবার সেই আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সর্বশেষ ভাগে পাওয়া নারী আসনটিও ছাড়লেন না।

আই//আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি