ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

পরারাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মিজারুল কায়েসকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১৬:৫৪, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১৬:৫৪, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত পরারাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মিজারুল কায়েসকে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। একজন সরকারি কর্মকর্তা হিসাবে যে সাহস তিনি দেখিয়েছেন তা অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা। গেল ১১ মার্চ ব্্রাজিলে রাষ্ট্রদূত থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মিজারুল কায়েস। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার রাতে তার মরদেহ আনা হয় ঢাকায়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় মিজারুল কায়েসের মরদেহ। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এরপর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানান হয় শ্রদ্ধা। শ্রদ্ধা নিবেদনের পর বিশিষ্টজনরা বলেন, শুধু একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি দক্ষই ছিলেন না, একই সঙ্গে তার পদচারণা ছিল শিল্প-সাহিত্য অঙ্গনেও। অনুজের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে অশ্র“সিক্ত হয়ে হঠেন অগ্রজ ইমরুল কায়েস। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিজারুল কায়েসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি