ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

পর্যবেক্ষণে থাকবে চীন ও কোরিয়া ফেরত মানুষ : পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৮ জানুয়ারি ২০২০

‘চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা বাংলাদেশে আসছেন, তাদের পর্যবেক্ষণে রাখবে সরকার।’ এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক হোটেলে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউয়ের বাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।

আবদুল মোমেন বলে, ‘চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি। ফলে যারা ওইসব জায়গা থেকে বাংলাদেশে প্রবেশ করবেন তাদের নাম-ঠিকানা নিয়ে রাখবো। এর ফলে কোনও ঘটনা ঘটলে আমরা বুঝতে পারব।’

বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্প যেমন পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অসংখ্য চীনা কর্মী জড়িত রয়েছে। এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ কাজ করছে, এজন্য কোনও সমস্যা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে কোনও অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?’

আব্দুল মোমেন ভ্রমণ সতর্কতার বিষয়ে বলেন, ‘আমরা কোনও ভ্রমণ সতর্কতা দেইনি। আমরা কোনও আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চলাচলে কোনও রেসট্রিকশন দেইনি, শুধু বলেছি আমরা সতর্ক থাকবো।’

তিনি বলেন, ‘চীনের উহান থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনতে বাংলাদেশ, ভারতসহ অনেক দেশ আবেদন করেছে। তবে চীন সরকারের অনুমতি ছাড়া আমরা তাদের আনতে পারবো না। এ বিষয়ে আলোচনা চলছে।’

আবদুল মোমেন বলেন, ‘আমরা এ ব্যাপারে সজাগ এবং দেশেও সে ধরনের ব্যবস্থা রেখেছি। এখানে হাসপাতালও তৈরি আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের বিষয় নিয়ে একটি বৈঠক আছে। তবে এই রোগের প্রতিষেধক কী, আমরা তা এখনও জানি না।’

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি